এবিএনএ : করোনাভাইরাসে গুরুতর আক্রান্ত রোগীদের চিকিৎসায় কর্টিকোস্টেরয়েড ব্যবহার করলে মৃত্যুর ঝুঁকি ২০ শতাংশ কমে যেতে পারে- সাতটি আন্তর্জাতিক ট্রায়াল বিশ্লেষণের পর এ তথ্য পাওয়া গেছে। তাতে করোনার চিকিৎসায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নতুন করে স্টেরয়েড ব্যবহারের ‘জোরালো সুপারিশ’ করেছে। হাইড্রোকর্টিসন, ডেক্সামেথাসন ও মেথিলপ্রেডনিসোলোনের অল্প ডোজে আলাদা আলাদা পরীক্ষা করা হয়েছে। তাতেই নিশ্চিত হওয়া গেছে হাসপাতালের আইসিইউতে থাকা গুরুতর অসুস্থ কোভিড রোগীদের বেঁচে থাকার হার বাড়িয়ে দিতে পারে স্টেরয়েড।
ডব্লিউএইচওর সোশ্যাল মিডিয়া লাইভ অনুষ্ঠানে জ্যানেট বলেছেন, ‘প্রমাণ হয়েছে যে কর্টিকোস্টেরয়েড ব্যবহারে হাজারে ৮৭ জন কম লোকের মৃত্যু হচ্ছে। এতগুলো জীবন বাঁচবে।’ পরীক্ষা বিশ্লেষণে যুক্ত থাকা ব্রিটেনের ব্রিস্টল ইউনিভার্সিটির মেডিক্যাল স্ট্যাটিস্টিকস ও এপিডেমিওলোজির অধ্যাপক জোনাথন স্টার্ন বলেছেন, ‘স্টেরয়েড একটি সস্তা ও প্রস্তুতকৃত ওষুধ, যা হাতের নাগালে থাকে। আমাদের বিশ্লেষণ নিশ্চিত করেছে কোভিডে গুরুতর আক্রান্ত রোগীদের মৃত্যুর হার কমাতে এটি কার্যকর।’ এই পরীক্ষায় ব্রিটেন, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, স্পেন ও যুক্তরাষ্ট্রের গবেষকরা সহায়তা করেছেন বলে জোনাথন জানান। তারা পরীক্ষার হালনাগাদ তথ্যের বার্তা ধারাবাহিকভাবে দিয়ে গেছেন। তাতে যে কোনও বয়সের কিংবা লিংগের গুরুতর অসুস্থ রোগীর জন্য স্টেরয়েড উপকারী প্রমাণ হয়েছে।