এবিএনএ: কাশ্মীরিদের অধিকার তথা ৩৭০ ধারা বাতিলের বিষয়ে ভারতের পাশে দাঁড়ালোর ঘোষণা দিলো রাশিয়া। ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত নিকোলে কুদাশচেভ নয়াদিল্লির সুরে জানালেন, এটিকে ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে দেখে তার দেশ। বুধবার কাশ্মীর ইস্যুতে মুখ খোলেন রুশ রাষ্ট্রদূত৷ বলেন, ‘‘এটি ভারত সরকারের সার্বভৌম সিদ্ধান্ত৷ এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়৷ ভারত-পাকিস্তানের মধ্যে যে সমস্যাগুলি রয়েছে, তা কথাবার্তার মাধ্যমেই মিটিয়ে নেবে দু’দেশ৷ সিমলা চুক্তি ও লাহোর ঘোষণা অনুযায়ী সমস্যার সমাধান করবে৷’’
কাশ্মীর ইস্যুতে স্বতঃপ্রণোদিত ভাবে আমেরিকা মধ্যস্থতার বার্তা দিলেও, সেই পথে হাঁটেনি রাশিয়া৷ ভারতে অবস্থিত রুশ দূতাবাসের প্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত-পাকিস্তান না চাইলে এই ইস্যুতে মধ্যস্থতা করবে না রাশিয়া৷ তিনি আরও বলেন, বিষয়টি যে একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়, তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও জানিয়েছে রাশিয়া৷ এর আগে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ‘ঘরোয়া বৈঠকে’ কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থন করেছে চীন বাদে বাকি চার স্থায়ী সদস্য৷ এমনকী, ইন্দোনেশিয়া ও কুয়েতের সমর্থন জোগাড়েও সমর্থ হয় নয়াদিল্লি৷
সম্প্রতি, জি-৭ শীর্ষ বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্টকে পাশে বসিয়ে, কাশ্মীর ইস্যুতে তাঁর দেওয়া মধ্যস্থতার বার্তা খারিজ করেন ভারতের প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘কাশ্মীর, ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়৷ এই ইস্যুতে অন্যের সাহায্যের প্রয়োজন নেই৷’’ ভারতের প্রধানমন্ত্রীর থেকে এমন বার্তা পেয়ে, সুর পালটান ট্রাম্পও৷ নিজেরই দেওয়া ‘মধ্যস্থতা’র বার্তা খারিজ করে দেন তিনি৷