এবিএনএ : নেপালের রাজধানী কাঠমান্ডুতে তিনটি পৃথক বিস্ফোরণে অন্তত চার জন নিহত ও সাত জন আহত হয়েছেন।
রোববার স্থানীয় সময় বিকেলে এসব বিস্ফোরণ ঘটে। এর মধ্যে একটি বিস্ফোরণ ঘটে শহরের কেন্দ্রস্থলে এবং অপর দুটি বিস্ফোরণ ঘটে শহরের বাইরে। পুলিশ কর্মকর্তা শ্যাম লাল গয়ালি বলেছেন, ‘ঘটনাস্থলেই তিন জন নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।’
তিনি জানান, প্রথম বিস্ফোরণ ঘটে শহরতলীর একটি বাড়িতে। সেখানে একজন নিহত হয়। গোবিন্দ ভান্ডারি (১৭) নামের এক ছাত্র রয়টার্সকে বলেন, আমি একটি বড় ধরনের শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে একটি বাড়ির বিভিন্ন দেয়ালে ফাটল দেখতে পাই।
দ্বিতীয় বিস্ফোরণ ঘটে সুকেধারা এলাকার একটি সেলুনের কাছে। এখানে তিনজন মারা যায়। আহত হয় পাঁচজন।
বিস্ফোরণে সেলুনটির দরজা-জানালা চুর্ণবিচুর্ণ হয়ে যায়। ঘটনার পর সেনাবাহিনী ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দিয়েছে। এর কয়েক ঘণ্টা পর তৃতীয় বিস্ফোরণ ঘটে কাঠমান্ডুর থানকোট এলাকায় একটি ইটভাঁটির কাছে। এখানে দুজন আহত হন। এরাই বিস্ফোরক বহন করছিল বলে ধারণা করছে পুলিশ। কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণগুলো কী ধরনের ছিল তা পরীক্ষা করে দেখা হচ্ছে। আহত সাত জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোনো গোষ্ঠী এসব বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
কাঠমান্ডুতে এক কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, মাওবাদীদের দলছুট একটি গোষ্ঠী এ হামলা করে থাকতে পারে বলে তাদের সন্দেহ। প্রথম বিস্ফোরণস্থলের কাছে ওই গোষ্ঠীর একটি পুস্তিকা পাওয়া গেছে। এক দশক ধরে মাওবাদী গৃহযুদ্ধ চলার পর ২০০৬ সালে তা শেষ হয়। পরের বছর বিদ্রোহীদের প্রধান অংশ সরকারি দলে যোগ দেওয়ার পর থেকে দেশটিতে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। ফেব্রুয়ারিতে সাবেক বিদ্রোহীদের দলছুট অংশটি কাঠমান্ডুতে একই ধরনের একটি বিস্ফোরণ ঘটিয়েছিল। তাতে একজন নিহত ও দুজন আহত হয়। দলছুট অংশটি বলছে, দলের প্রকৃত যে বিপ্লবী আদর্শ তা থেকে দূরে সরে গেছেন তাদের নেতারা।