বিনোদনলিড নিউজ

শরীর প্রদর্শনে জড়তা নেই!

এবিএনএ: আলোচিত মডেল-অভিনেত্রী কেলি ব্রুক। প্লেবয় ম্যাগাজিনে নগ্ন হয়ে ক্যামেরাবন্দি হয়ে তিনি আলোচনায় আসেন। এরপর অনেক ব্র্যান্ডের মডেল হিসেবে দেখা গেছে তাকে। কয়েকটি ছবিতেও অভিনয় করেছেন কেলি। এবার নতুন কলে আলোচনায় এ মডেল তারকা। সাম্প্রতিক সময়ে নিজের বেশ কিছু বিকিনি পরিহিত ছবি পোস্ট করেছেন কেলি ব্রুক।  আর তার সঙ্গে তিনি ইন্সটাগ্রামে লিখেছেন, আমাকে কেমন লাগছে। আমার শরীর সুন্দর। তাই শরীর প্রদর্শনে আমার কোন জড়তা নেই। বরং আমি পছন্দ করি নিজের সৌন্দর্যকে দেখাতে। কেলির এমন ছবি ও লেখার বিপরীতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ প্রশংসা করেছেন, আবার কেউ সমালোচনা করেছেন। তবে এসবকে পাত্তা দিচ্ছেন না কেলি ব্রুক।

Share this content:

Related Articles

Back to top button