এবিএনএ : হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। টাইটানিক সিনেমায় অনবদ্য অভিনয় করে বাংলাদেশ সহ সারা বিশ্বের কোটি ভক্তে মন তিনি জয় করে নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ৪২ বছর বয়সী এই তারকা জানান, যতদিন জীবন আছে তত দিন তিনি চলচ্চিত্রে কাজ করে যাবেন। কখনোই অভিনয়কে বিদায় জানাবেন না।
উইন্সলেন্ট বলেন, ‘আমি সেরকম মানুষ হতে যাই না যে অস্কার জিতেও পৃথিবী থেকে উধাও হয়ে যাবে। আমি ৯০ বছর বয়সেও অভিনয় চালিয়ে যেতে চাই এবং নিজের অর্জন নিয়ে সন্তুষ্ট থাকতে চাই।’
তিনি বলেন, যে ধরনের কাজ পাচ্ছেন সে ধরনের কাজ নিয়ে তিনি সন্তুষ্ট। ৪২ বছর বয়সে তিনি ২২ বছরের চরিত্র চান না। বয়সের সঙ্গে মেলানো চরিত্রে কাজ করতে আপত্তি নেই তার। এছাড়াও সহজ চরিত্রে অভিনয়ে আগ্রহী নন তিনি। জীবনের নানা বিষয়ে অভিজ্ঞ নারীর চরিত্রই বেশি আকর্ষণীয় তার কাছে।