এবিএনএ : ইরানের আকাশসীমার মধ্যেই তেহরান মার্কিন ড্রোন ভূপাতিত করেছে বলে রাশিয়ার কাছে গোয়েন্দা তথ্য রয়েছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই প্যাট্রুশেভ বলেন, গত সপ্তাহে যখন ড্রোনটিকে গুলি করা হয়, তখন সেটা তেহরানের আকাশসীমায় ছিল। বুধবার জেরুজালেমে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ দাবি করেছেন।
প্যাট্রুসেভ বলেন, ওমান উপসাগরে জাহাজে হামলার নেপথ্যে ইরানের ভূমিকা রয়েছে বলে যুক্তরাষ্ট্র যে সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেছেন, তার ভিত্তি একেবারে দুর্বল ও অপেশাদার। মার্কিন অর্থনৈতিক চাপের বিরুদ্ধে সুরক্ষা পেতে ইরান সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ফরহাদ দেসপান্ড। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞার একদিন পর তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, শত্রুদের চাপ ও নিষেধাজ্ঞা মোকাবেলায় আমাদের কাছে পরিকল্পনা রয়েছে। এখন আমি তা বিস্তারিত প্রকাশ করতে যাচ্ছি না।