এ বি এন এ : যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী হিসেবে কোন বড় দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হলেন দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এর ফলে আসছে নভেম্বরের হিলারির বিরুদ্ধে লড়াই করতে হবে রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। ফিলাডেলফিয়ায় ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে দলীয় প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে হিলারিকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেন। খবর বিবিসির। প্রতিনিধিদের রোল কল ভোট শেষে দলীয় ঐক্যের প্রতীক হিসেবে হিলারি ক্লিনটনের সাবেক প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স মাইক্রোফোন হাতে নিয়ে হিলারিকে আনুষ্ঠানিক মনোনয়ন দেয়ার আহ্বান জানান। এর আগে সম্মেলনের প্রথম দিনে বার্নি স্যান্ডার্সের সমর্থকরা হিলারি ক্লিনটনের মনোনয়নের বিরুদ্ধে দুয়োধ্বনি দিয়ে সম্মেলনে বিঘ্ন ঘটায়। যদিও ওই দিন স্যান্ডার্স তার তিন মিনিটের ভাষণে বলেন, হিলারিই হবেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট।