এবিএনএ: ইতালিতে রাজকীয় বিয়ে সেরে আজ রোববার সকালে মুম্বাই ফিরেছেন আলোচিত বলিউড তারাকা জুটি দীপিকা পাডুকোন ও রণবীর সিং। কঠোর নিরাপত্তায় বিমানবন্দর থেকে বাড়ির উদ্দেশে রওনা হন নবদম্পতি। ঐতিবাহী কানের দুল আর সিল্কের লাল ওড়নার সঙ্গে ক্রিম রঙের একটি স্যুট পরেছিলেন দীপিকা। এ সময় রণবীরের পরনে ছিল একটি ক্রিম রঙের কুর্তা ও লাল প্রিন্টেড জ্যাকেট।
দীপিকা পাডুকোন ও রণবীর সিং ইতালির লেক কোমোতে দুটি রীতিতে বিয়ে করেন। প্রথমটি ছিল কোঙ্কানি মতে অনুষ্ঠান ও দ্বিতীয়টি ছিল উত্তর ভারতীয় সিন্ধি ঐতিহ্য অনুযায়ী। বিয়ের পরে দীপিকা ও রণবীর ২১ নভেম্বর বেঙ্গালুরুতে তাদের রিসেপশনের রাতেই প্রথম আনুষ্ঠানিকভাবে জনসমক্ষে আসবেন বলে আশা করা হচ্ছে। দীপিকা ও রণভীর মুম্বাইয়ে ২৮ নভেম্বর তাদের সেলিব্রেটি বন্ধুদের জন্য আরেকটি রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করবেন।