বাংলাদেশরাজনীতিলিড নিউজ

আহমেদ শফীকে দেখতে হাসপাতালে ফখরুল

এবিএনএ : হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমেদ শফীকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে গিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর ধূপখোলার আজগর আলী হাসপাতালে যান। এসময় মির্জা ফখরুল ইসলামের সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে ডা. নুরুজ্জামানের অধীনে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আল্লামা শফী। গত মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওই হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয় তাকে।
আহমেদ শফী হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগব্যাধিতে ভুগছেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। ৯৬ বছর বয়সী আহমেদ শফী বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক এবং হেফাজতে ইসলামের আমীরের দায়িত্ব পালন করছেন।

Share this content:

Related Articles

Back to top button