আমেরিকা

ট্রাম্পের মেয়ে হিলারির সমর্থক!

এবিএনএ : মেয়ে ইভাঙ্কার প্রশংসা করতে গিয়ে মঙ্গলবার টুইটারে একটি পোস্ট দেন আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেয়েকে মহান ও সদগুণের অধিকারী সম্পন্ন বলেও বর্ণনা করেন তিনি।

কিন্তু ওই পোস্টের সঙ্গে তিনি ইভাঙ্কা ট্রাম্পের যে টুইটার অ্যাকাউন্টটি ট্যাগ দিয়েছেন সেটিই বাঁধিয়েছে ঝামেলা। কারণ সেটি তার মেয়ে ইভাঙ্কার নয়। সেটি ইভাঙ্কা নামের এক নারীর যিনি মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়ানো হিলারি ক্লিনটনের ভক্ত।

এখন এটা নিয়ে ঠাট্টা শুরু করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘ট্রাম্প নিজ মেয়ের টুইটার অ্যাকাউন্ট কোনটা সেটাও জানে না!’ উত্তর দিয়েছেন ইভাঙ্কা নামের সেই নারীও। তিনি টুইটারে লিখেছেন, ট্রাম্প তুমি কী জান না যে, আমি মার্কিন নির্বাচনে হিলারিকে ভোট দিয়েছি?

Share this content:

Back to top button