এ বি এন এ : আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের আর হারলে চলে না। শেষ চারে খেলতে হবে। ১১ ম্যাচে পয়েন্ট ১২। ওদিকে কিংস ইলেভেন পাঞ্জাবের অবস্থা তো খুব খারাপ। পয়েন্ট টেবিলের তলানীর দল তারা। ১০ ম্যাচে মোটে তিনটি জেতায় পয়েন্ট ৬। এই অবস্থায় দুই দলেরই চাই জয়। বিশাখাপত্তমে লড়াই নেমেছে তারা। টস জিতে ব্রাট করতে নামা মুম্বাই শুরুতে ধাক্কা খেয়েছে। ৭ ওভারে ২ উইকেটে ২৬ রান তাদের। দুই পেসার সন্দিপ শর্মা ও মোহিত শর্মা হেনেছেন আঘাত। দ্বিতীয় ওভারে উন্মুক্ত চাদকে (০) ফিরিয়ে দিয়েছেন মোহিত। পরের ওভারে সন্দিপ শিকার করেছেন আম্বাতি রাইডুকে (০)। ৮ রানে ২ উইকেট হারানোর পর দারুণ সতর্ক হয়েছে মুম্বাই। অধিনায়ক রোহিত শর্মা দায়িত্ব নিয়ে খেলছিলেন।