বাংলাদেশলিড নিউজশিক্ষা

শতভাগ পাস ৪০০ প্রতিষ্ঠানে, ৫৫টিতে সবাই ফেল

এবিএনএ : চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি। অপরদিকে ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছে।এবার গত বছরের তুলনায় শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ১৩২টি কমেছে। শূন্য পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও ১৭টি কমেছে। গত বছর ৭২টি প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি ও ৫৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছিল। বৃহস্পতিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষাবোর্ডগুলোর ফলের সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ফলের বিস্তারিত তুলে ধরেন। দুপুর দেড়টা থেকে সবাই ফল জানতে পারছেন। ২ এপ্রিল থেকে ১৫ মে পর্যন্ত সারাদেশে এইচএসসির তত্ত্বীয় এবং ১৬ থেকে ২৫ মে ব্যবহারিক পরীক্ষা হয়। এবার ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ পরীক্ষার্থী অংশ নেয়।

Share this content:

Related Articles

Back to top button