ইউক্রেনের নেতৃত্বে পরিবর্তন: প্রধানমন্ত্রী হলেন ইউলিয়া সুভরিদেঙ্কো
সরকার পুনর্গঠনের অংশ হিসেবে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন ৩৯ বছর বয়সী ইউলিয়া সুভরিদেঙ্কো


এবিএনএ: ইউক্রেনের সরকারে বড় ধরনের পরিবর্তন এনে নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন ইউলিয়া সুভরিদেঙ্কো। ৩৯ বছর বয়সী এই নারী নেত্রী দেশটির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ সময়েই প্রধানমন্ত্রীর পদে আসীন হলেন।
বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে অনুমোদন পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ডেনিস স্যামিহালের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি ২০২০ সাল থেকে এই পদে ছিলেন।
সুভরিদেঙ্কো এর আগে প্রথম উপপ্রধানমন্ত্রী ও অর্থনৈতিক উন্নয়ন এবং বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময় তিনি যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন এবং একটি গুরুত্বপূর্ণ খনিজসম্পদ চুক্তিতে সফলতা অর্জন করেন, যা ইউক্রেন-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও মজবুত করে।
দায়িত্ব নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সুভরিদেঙ্কো জানান, তিনি ইউক্রেনের প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সশস্ত্র বাহিনীকে আরও সুসংগঠিত করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নে অগ্রাধিকার দেবেন।
তিনি বলেন, “আমাদের সরকার এমন একটি ইউক্রেন গড়ার লক্ষ্যে কাজ করছে, যা সামরিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে শক্তিশালী হবে। আমার লক্ষ্য হলো এমন পরিবর্তন আনা, যা সাধারণ মানুষের জীবনেই প্রভাব ফেলবে। যুদ্ধ আমাদের এক মুহূর্ত সময় নষ্ট করার সুযোগ দেয় না। তাই আমাদের কাজ করতে হবে দ্রুত ও অটলভাবে।”
ইউক্রেনের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এই রদবদলকে অনেকেই দেখছেন একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে, যা দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে বিশ্লেষকদের মত।