জাতীয়

যাচাই-বাছাই শেষ: ত্রয়োদশ সংসদ নির্বাচনে মাঠে থাকছেন ১,৮৪২ বৈধ প্রার্থী

মনোনয়নপত্র বাতিল ৭২৩টি, আপিলের সুযোগ থাকছে—জানাল নির্বাচন কমিশন

এবিএনএ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। যাচাই শেষে মোট ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অপরদিকে বিভিন্ন ত্রুটির কারণে বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করে। ইসির তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ৩ হাজার ৪০৬টি মনোনয়নপত্র বিতরণ করা হলেও জমা পড়ে ২ হাজার ৫৬৮টি। যাচাই শেষে এর মধ্যে ১,৮৪২টি মনোনয়ন বৈধ হিসেবে চূড়ান্ত করা হয়।

অঞ্চলভিত্তিক হিসাবে ঢাকা অঞ্চলে ৩০৯ জন প্রার্থী বৈধতা পেয়েছেন, বাতিল হয়েছে ১৩৩ জনের মনোনয়ন। চট্টগ্রাম অঞ্চলে বৈধ ১৩৮ এবং বাতিল ৫৬টি। রাজশাহী অঞ্চলে ১৮৫ জন বৈধ হলেও ৭৪ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

খুলনা অঞ্চলে ১৯৬ জন প্রার্থী বৈধ হয়েছেন, অবৈধ হয়েছেন ৭৯ জন। বরিশাল অঞ্চলে বৈধ প্রার্থী ১৩১ জন এবং বাতিল ৩১ জন। সিলেট অঞ্চলে ১১০ জন বৈধ ও ৩৬ জন অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছেন।

ময়মনসিংহ অঞ্চলে ১৯৯ জন প্রার্থী বৈধতা পেলেও ১১২ জনের মনোনয়ন বাতিল হয়। কুমিল্লা অঞ্চলে বৈধ প্রার্থী ২৫৯ জন, বাতিল হয়েছে ৯৭ জনের। রংপুর অঞ্চলে বৈধ ২১৯ ও বাতিল ৫৯ জন। ফরিদপুর অঞ্চলে ৯৬ জন বৈধ এবং ৪৬ জন প্রার্থী বাদ পড়েছেন।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর কারণে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনের তিনটি মনোনয়নপত্র কোনো যাচাই ছাড়াই নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছে ইসি।

নির্বাচন কমিশন জানিয়েছে, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button