যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা সম্পর্কের নতুন অধ্যায়, ইন্দো-প্যাসিফিক নিরাপত্তায় জোর দিচ্ছে দুই দেশ
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত অবস্থান মজবুত করতে ভারতের পাশে যুক্তরাষ্ট্র, বাড়ছে সামরিক সহযোগিতা

দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান কৌশলগত উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ভারতকে ১৩১ মিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা দিতে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) এই চুক্তির অনুমোদন দিয়েছে, যা ‘ফরেন মিলিটারি সেলস’ পদ্ধতির অধীনে বাস্তবায়ন হবে।
চুক্তিটি মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যুক্তরাষ্ট্রের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি এ সংক্রান্ত প্রয়োজনীয় সার্টিফিকেশন সম্পন্ন করেছে এবং বিষয়টি যুক্তরাষ্ট্রের কংগ্রেসেও উপস্থাপন করা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই সহায়তার ফলে ভারতের সামুদ্রিক সীমান্ত রক্ষা ও পর্যবেক্ষণ ক্ষমতা অনেক গুণ বাড়বে। পাশাপাশি ভারত-আমেরিকার কৌশলগত বোঝাপড়া আরও গভীর ও দীর্ঘস্থায়ী হবে।
স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, “এই সামরিক সহায়তা কেবল ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কই নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
এই চুক্তি এমন এক সময়ে এসেছে যখন ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই চুক্তি শুধু প্রতিরক্ষা সহযোগিতাই নয়, বরং সামরিক কৌশলগত ভারসাম্যের একটি শক্ত ভিত্তিও তৈরি করবে।
এ বিষয়ে টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, চুক্তিটি দুই দেশের যৌথ সামরিক কৌশলের ভবিষ্যৎ দিকনির্দেশনাকে আরও স্পষ্টভাবে তুলে ধরছে।
Share this content: