আমেরিকা

বন্যায় বিপর্যস্ত টেক্সাসে ট্রাম্পের তাৎক্ষণিক সফর, নিখোঁজ শতাধিক

ভয়াবহ বন্যার পর টেক্সাস পরিদর্শনে গেলেন প্রেসিডেন্ট ট্রাম্প, মৃত ১২০, নিখোঁজ এখনো ১৬১

এবিএনএ:  যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্য ভয়াবহ বন্যার কবলে পড়েছে। প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে, এবং এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ১৬১ জন। এমন দুর্যোগের মধ্যে পরিস্থিতি সরেজমিনে দেখতে হঠাৎ করেই টেক্সাসে হাজির হলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে এয়ারফোর্স ওয়ানে করে তিনি পৌঁছান সান অ্যান্টোনিওর কাছের একটি বিমানঘাঁটিতে। সেখান থেকে সড়কপথে কেরভিল শহরে যান। স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন।

গত এক সপ্তাহ ধরে টানা ভারি বৃষ্টির ফলে নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। এতে বহু ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে, বন্যার স্রোতে ভেসে গেছে শিশুদের সামার ক্যাম্প, যানবাহন এবং অসংখ্য মানুষ। উদ্ধার তৎপরতা এখনো চলছে।

বন্যার শুরু থেকেই ট্রাম্প প্রশাসনের প্রস্তুতি ও দ্রুত প্রতিক্রিয়া নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেয়। বিরোধীরা অভিযোগ করে, সরকারি তৎপরতা ছিল শ্লথ। এ অবস্থায় প্রেসিডেন্টের এই সফর অনেকটাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জনগণের আস্থা ফেরাতেই উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই এটি ট্রাম্পের জন্য সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার চ্যালেঞ্জ। স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠকে তিনি দ্রুত ত্রাণ বিতরণ, আশ্রয়কেন্দ্রের উন্নয়ন এবং নিখোঁজদের উদ্ধারে প্রযুক্তিনির্ভর উদ্যোগের আশ্বাস দেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন সহায়তার আশায় তাকিয়ে রয়েছে কেন্দ্রীয় সরকারের দিকে। ট্রাম্পের এ সফর ক্ষতিগ্রস্তদের মধ্যে কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button