থালাপতি বিজয়ের মানবিক ঘোষণা: নিহত পরিবারকে ২০ লাখ, আহতদের ২ লাখ রুপি সহায়তা
কারুর সমাবেশে মর্মান্তিক পদদলিত দুর্ঘটনায় ৩৯ জনের মৃত্যু, গভীর শোকে ডুবেছেন বিজয়


এবিএনএ: ভারতের জনপ্রিয় অভিনেতা ও নতুন রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক জীবন শুরুই এক ভয়াবহ দুর্ঘটনায় কালো ছায়ায় ঢেকে গেল। গত শনিবার তামিলনাড়ুর কারু জেলায় তার সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৬ নারী ও ১০ শিশু ছিলেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৪০ জন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রমানিয়ান সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গভীর শোক প্রকাশ করেছেন। দক্ষিণ ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে। নিজেও ভেঙে পড়েছেন বিজয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে তিনি লিখেছেন— “এটি এমন এক বেদনা যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। প্রাণ হারানো প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
কেবল শোকপ্রকাশে সীমাবদ্ধ থাকেননি তিনি। দুর্ঘটনায় নিহত প্রতিটি পরিবারের জন্য ২০ লাখ রুপি এবং আহতদের জন্য ২ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন বিজয়।
নিজের বিবৃতিতে তিনি বলেন, “এটি এক অপূরণীয় ক্ষতি। অর্থের পরিমাণ হয়তো সামান্য মনে হতে পারে, তবে পরিবারের একজন সদস্য হিসেবে তাদের পাশে দাঁড়ানোই আমার দায়িত্ব।”
এই মানবিক ঘোষণা ভক্ত ও সাধারণ মানুষের মাঝে প্রশংসিত হয়েছে। তবে দুর্ঘটনার পর বিজয়ের রাজনৈতিক যাত্রা নিয়ে নতুন করে প্রশ্নও উঠছে।




