খেলাধুলা

এশিয়া কাপে মূল লক্ষ্য চ্যাম্পিয়নশিপ: আত্মবিশ্বাসী তাসকিন

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ মনে করেন, আফগানিস্তান ও শ্রীলঙ্কা এবার বাংলাদেশকেই ভয় পাবে, কারণ দলটির লক্ষ্য শুধু অংশগ্রহণ নয়, শিরোপা জয়।

এবিএনএ:  আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। তার বিশ্বাস, এবারের টুর্নামেন্টে শুধু অংশগ্রহণ নয়, বরং চূড়ান্ত লক্ষ্য শিরোপা জয়।

সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে টি-২০ ফরম্যাটের এশিয়া কাপ। এই আসরে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা—যাদের মধ্যে আফগানিস্তান সম্প্রতি নিজেদের এশিয়ার দ্বিতীয় সেরা দল হিসেবে দাবি করেছে। তবে তাসকিন মনে করেন, অতীতে ফাইনালে খেলার অভিজ্ঞতা থাকায় বাংলাদেশকেই ভয় করবে প্রতিপক্ষরা।

তিনি বলেন, “আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। শুধু খেলতে নয়, জিততেই মাঠে নামব। সাম্প্রতিক তিনটি সিরিজ জেতায় দল আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। কয়েক বছর আগের মতো আর দুর্বল নই, এখন উন্নতির ধারাবাহিকতা স্পষ্ট।”

তাসকিন আরও যোগ করেন, ক্রিকেট কঠিন খেলা, যেখানে প্রতিটি মুহূর্তে উন্নতি করতে হয়। ব্যক্তিগত প্রস্তুতি ও দলের সেলফ ম্যানেজমেন্টের দিকেও সবাই এখন মনোযোগী। এর ফলেই ভুলের সংখ্যা কমছে এবং পারফরম্যান্সে অগ্রগতি দেখা যাচ্ছে।

বাংলাদেশ অতীতে দু’বার এশিয়া কাপের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। এবার সেটি সম্ভব হবে বলে আশাবাদী তাসকিন। তার ভাষায়, “টি-২০ ফরম্যাট অনিশ্চয়তায় ভরা। তবে আমরা যে ফাইনাল খেলেছি, সেটাই প্রমাণ করে সম্ভাবনা আছে। এবার ইনশাআল্লাহ শিরোপা জিতব।”

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্ব শেষে চার দল সুপার ফোরে জায়গা পাবে, সেখান থেকে সেরা দুই দল খেলবে ফাইনাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button