আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্রের নতুন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান হচ্ছেন নিলসেন

এবিএনএ : মার্কিন সিনেট মঙ্গলবার হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হিসেবে হোয়াইট হাউসের উপপ্রধান স্টাফ কিরস্টজেন নিলসেনের নাম অনুমোদন করেছে। ৬২-৩৭ ভোটে সিনেট তার মনোনয়ন অনুমোদন করে। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন ব্যবস্থা বাস্তবায়নের দায়িত্ব তার ওপর ন্যস্ত হলো।

নিলসেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জন কেলির ঘনিষ্ঠজনদের একজন। কেলি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) প্রথম মন্ত্রী ছিলেন।

৪৫ বছর বয়সী নিলসেন একজন আইনজীবী এবং জাতীয় নিরাপত্তা বিষয়ে তার অনেক অভিজ্ঞতা রয়েছে। তিনি জর্জ ডব্লিউ বুশের প্রশাসনে ডিএইচএসের পরিবহন নিরাপত্তা শাখায় দায়িত্ব পালন করেন। হোয়াইট হাউসে বুশের হোমল্যান্ড সিকিউরিটি উপদেষ্টার দায়িত্বও পালন করেন তিনি।

পরে তিনি তার নিজের গড়া নিরাপত্তা উপদেশদাতা প্রতিষ্ঠান সুনেসিস কনসাল্টিং পরিচালনা করেন। ডিএইচএস জানায়, ট্রাম্প প্রশাসনের প্রথম নয় মাসে অবৈধ অভিবাসী গ্রেপ্তার ৪০ শতাংশ বেড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশ ঠেকাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্ত বরাবর একটি প্রাচীর নির্মাণে ট্রাম্প ডিএইচএস’কে নির্দেশ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button