স্বাস্থ্য উপদেষ্টার দুই সাবেক কর্মকর্তার দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক
চাঁদাবাজি ও টেন্ডার দুর্নীতির অভিযোগে তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের আবেদনে আদালতের আদেশ


এবিএনএ, ঢাকা:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের দপ্তরের দুই সাবেক ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। একইসঙ্গে, তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে স্থগিত (ব্লক) করার আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, তুহিন ফারাবি ও মাহমুদুল হাসান স্বাস্থ্য উপদেষ্টার দপ্তরের ক্ষমতার অপব্যবহার করে ঘুষ গ্রহণ, টেন্ডার ও তদবির বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
আবেদনে আরও বলা হয়, তারা অর্জিত সম্পদ হস্তান্তর করে বিদেশে পলায়নের পরিকল্পনা করছেন বলে বিশ্বাসযোগ্য সূত্রে জানা গেছে। এতে দুর্নীতির অনুসন্ধান মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
আদালত তাদের বিরুদ্ধে শুনানি শেষে সিদ্ধান্ত দেন:
-
দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
-
জাতীয় পরিচয়পত্র (NID) সাময়িকভাবে ব্লক করা
দুদক সূত্রে আরও জানা যায়, অভিযুক্তদের বিরুদ্ধে স্থাবর ও অস্থাবর সম্পত্তি অর্জনের প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। বিদেশে পালিয়ে গেলে এসব সম্পদের ট্রেসিং ও বাজেয়াপ্ত করার কাজ ব্যাহত হতে পারে।
সংশ্লিষ্টরা বলছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের প্রতিফলন এই আদেশ। এই ধরণের আইনি পদক্ষেপ জনআস্থা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।