৪৭তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে শাহবাগে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে আহত ৫ প্রার্থী
লিখিত পরীক্ষার সময় বাড়ানোর দাবিতে বিক্ষোভে পুলিশের জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ; পরীক্ষার্থীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি


এবিএনএ: ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন পরীক্ষার্থী গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে শাকিল আহমেদ (২৬), আশিকুর রহমান (২৫), শাহিনুর (২৮), আবরার শাহরিয়ার উল্লাস (২৮) ও রিয়াজ (২৭) রয়েছেন। এর মধ্যে শাহিনুরের মাথায় গুরুতর আঘাত লেগেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, সন্ধ্যার দিকে আহত অবস্থায় পাঁচজন পরীক্ষার্থীকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়।
আন্দোলনকারীরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করা হয়। কিন্তু শাহবাগে পৌঁছালে পুলিশ পথ আটকায় এবং সামনে অগ্রসর না হতে নিষেধ করে। পরে তারা এগোতে চাইলে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ করে, এতে অনেকে আহত হন।
প্রতিবাদকারীদের দাবি, আগের বিসিএস পরীক্ষার্থীরা যেখানে ছয় মাস থেকে এক বছর প্রস্তুতির সুযোগ পেতেন, সেখানে তাদের দেওয়া হয়েছে মাত্র ৫০ দিন। এটি অত্যন্ত অযৌক্তিক দাবি করে তারা বলেন, “২৭ নভেম্বর পরীক্ষা নেওয়া হলে তা আমাদের সঙ্গে অন্যায় হবে। আমাদের যৌক্তিক সময় দিন।” দাবি আদায় না হলে তারা ব্লকেড ও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
পরীক্ষার্থীরা এর আগে স্মারকলিপি, মানববন্ধন, অবরোধ ও অনশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। রাজশাহী, খুলনা, ময়মনসিংহে রেলপথ অবরোধ ও ঢাকা-আরিচা মহাসড়কও বন্ধ করা হয়েছিল।
অন্যদিকে পিএসসি জানায়, লিখিত পরীক্ষার সময়সূচি গত ৩ জুন প্রকাশ করা হয়েছে। ফলে পরীক্ষার্থীরা ছয় মাস প্রস্তুতির সুযোগ পেয়েছেন, যা পরীক্ষার জন্য যথেষ্ট। তাই নির্ধারিত তারিখ ২৭ নভেম্বর থেকেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পিএসসির সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনকারী পরীক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।




