বাংলাদেশ

২৮ আসনের ৩০৯ আবেদনের শুনানি শেষ: সীমানা পুনর্নির্ধারণে ইসির চূড়ান্ত সিদ্ধান্ত আসছে

তৃতীয় দিনে ঢাকা অঞ্চলের ২৮ আসনে শুনানি শেষ, বুধবার থেকে শুরু হচ্ছে অন্যান্য অঞ্চলের দাবি-আপত্তি নিষ্পত্তি

এবিএনএ:  সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) তৃতীয় দিনের শুনানি শেষ হয়েছে। মঙ্গলবার নির্বাচন ভবনের অডিটরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ঢাকা অঞ্চলের ২৮টি আসনের মোট ৩০৯টি আবেদন শোনা হয়।

শুনানি শেষে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, এসব আবেদনের মধ্যে ২৫৯টি ছিল ইসির প্রকাশিত খসড়ার বিপক্ষে এবং ৫০টি পক্ষে।

আগামীকাল বুধবার রংপুরের সাতটি, রাজশাহীর ২৩২টি, ময়মনসিংহের তিনটি, ফরিদপুরের ১৮টি এবং সিলেটের দুটি আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। সব দাবি-আপত্তি নিষ্পত্তি শেষে ইসি সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা প্রকাশ করবে।

ইসির তথ্য অনুযায়ী, গত ১০ আগস্ট পর্যন্ত ৮৩টি আসন নিয়ে মোট ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়ে। এগুলোই ধাপে ধাপে নিষ্পত্তি করা হচ্ছে। এর আগে ৩০ জুলাই ৩০০ আসনের নতুন খসড়া প্রকাশ করে ইসি। সেখানে ভোটার সংখ্যা ভারসাম্য আনার জন্য গাজীপুরে একটি আসন বাড়িয়ে মোট ছয়টি করা হয়, আর বাগেরহাটে চারটি থেকে কমিয়ে তিনটি করার প্রস্তাব দেওয়া হয়।

সর্বশেষ খসড়ায় ৩৯টি আসনে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে রয়েছে—পঞ্চগড়-১ ও ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১ ও ২, সাতক্ষীরা-৩ ও ৪, শরীয়তপুর-২ ও ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫, সিলেট-১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-১, ২, ১০ ও ১১, নোয়াখালী-১, ২, ৪ ও ৫, চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩।

আগে বাগেরহাটে চারটি আসন থাকলেও নতুন খসড়ায় সেটি তিনটিতে সীমিত করা হয়েছে। বাগেরহাট সদর, কচুয়া ও রামপালকে একত্র করে বাগেরহাট-২, আর মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলা নিয়ে গঠিত হয়েছে নতুন বাগেরহাট-৩ আসন। তবে বাগেরহাট-১ আসনে কোনো পরিবর্তন আসেনি।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “দেশের ৬৪ জেলার গড় ভোটার ধরা হয়েছে ৪ লাখ ২০ হাজার ৫০০। এই হিসাব মেনে গাজীপুরে একটি আসন বাড়ানো হয়েছে, আর বাগেরহাটে একটি কমানো হয়েছে। এতে ভোটার সমতা বজায় রাখা সম্ভব হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button