যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলেন সজীব ওয়াজেদ জয়, বিতর্কের জন্ম শপথ অনুষ্ঠান ঘিরে
ওয়াশিংটনে নাগরিকত্বের শপথ নিলেন সজীব ওয়াজেদ জয়, আগে জানিয়েছিলেন বিদেশি পাসপোর্ট নেই

এবিএনএ: যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে এবং এক সময়ের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গত শনিবার ওয়াশিংটন ডিসির একটি ইউএস সিটিজেনশিপ সেন্টারে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্বের শপথ নেন তিনি।
নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, শপথ গ্রহণের পর জয় মার্কিন নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পান এবং এরপর যুক্তরাষ্ট্রের পাসপোর্টের আবেদনও করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের মোট ২২ জন ব্যক্তি নাগরিকত্ব লাভ করেন। তাদের মধ্যেই ছিলেন সজীব ওয়াজেদ জয়সহ তিনজন বাংলাদেশি।
অনুষ্ঠানে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানান, জয় একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে আসেন। শপথ অনুষ্ঠানে দেশের নাম অনুসারে উপস্থিতদের নাম ডাকা হয় এবং বাংলাদেশের নাম ডাকার পর জয় দ্বিতীয় বাংলাদেশি হিসেবে শপথ নেন।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, কারণ মাত্র কয়েক সপ্তাহ আগেই সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে জানিয়েছিলেন যে, তার কোনো বিদেশি পাসপোর্ট নেই এবং তিনি সবসময় বাংলাদেশি পাসপোর্টেই যাতায়াত করেন।
তবে তার যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি (গ্রিন কার্ড) ছিল বলেও আগেই জানানো হয়েছিল। বর্তমান নাগরিকত্ব গ্রহণের তথ্যটি তার পূর্ব ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় নতুন করে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
Share this content: