জাতীয়

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলা অগ্রহণযোগ্য: উপদেষ্টা ফাওজুল কবির

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি দ্রুত সমাধানে নতুন আলোচনার আশ্বাস, পুলিশের হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন উপদেষ্টা

এবিএনএ:  রাজধানীতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, “শিক্ষার্থীদের ওপর যা ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য।”

বুধবার সন্ধ্যায় রেলভবনে শিক্ষার্থীদের ১১ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সরকারের তিন উপদেষ্টার বৈঠক হয়। তবে প্রায় এক ঘণ্টার এই বৈঠক কোনো সমাধান ছাড়াই শেষ হয়। বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফাওজুল কবির ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ফাওজুল কবির জানান, সমস্যা সমাধানে গঠিত সাত সদস্যের কমিটির পাঁচজন অনুপস্থিত থাকায় আলোচনা পূর্ণতা পায়নি। তিনি আশ্বাস দেন, বৃহস্পতিবার শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও প্রকৌশলীদের সঙ্গে আলোচনায় বসা হবে।

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের প্রতি পুলিশের আচরণ অনাকাঙ্ক্ষিত। এ ব্যাপারে পুলিশের প্রতিনিধি ক্ষমা চাইবেন।”

অন্যদিকে বৈঠকে উপস্থিত শিক্ষার্থীদের প্রতিনিধি জানায়, আন্দোলনের সার্বিক বিষয় আলোচনা করে সহপাঠীদের সঙ্গে মিলিত সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি

১. স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ও জবাবদিহি করতে হবে।
২. গঠিত কমিটি বাতিল করে নতুনভাবে শিক্ষক-প্রকৌশলী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে হবে এবং দাবিগুলো দ্রুত কার্যকর করতে হবে।
৩. হামলায় আহত শিক্ষার্থীদের চিকিৎসার দায়িত্ব সরকারকে নিতে হবে ও আন্দোলন চলাকালে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. শিক্ষার্থী রোকনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।
৫. আন্দোলনে পুলিশের ভূমিকার জন্য ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে।

উল্লেখ্য, ডিপ্লোমাধারীদের ৯ম গ্রেডে নিয়োগ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগে সম্প্রতি ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ নামক প্ল্যাটফর্ম তিন দফা দাবিতে আন্দোলন শুরু করে। এতে বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

বুধবার রাজধানীতে “লং মার্চ টু ঢাকা” কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে যাত্রা করলে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ ঘটে। পরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button