নাহিদ রানা যাচ্ছেন না পাকিস্তান সফরে – শেষ মুহূর্তে চমক ক্রিকেট দলে
পাকিস্তান সফরের টি-টোয়েন্টি সিরিজে নাম থাকলেও, নিরাপত্তা শঙ্কায় নিজেকে সরিয়ে নিলেন তরুণ পেসার নাহিদ রানা


এবিএনএ:
আসন্ন পাকিস্তান সফরের জন্য ঘোষিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্কোয়াডে থাকলেও, শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশ দলের উদীয়মান পেসার নাহিদ রানা। নিরাপত্তা সংশয়ের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি—এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম।
নাহিদের পাশাপাশি, দলের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও টিম ট্রেনারও পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, বর্তমানে আইপিএলে খেলা মোস্তাফিজুর রহমান দলীয় সফরে অংশ নেবেন বলে নিশ্চিত করা হয়েছে।
এর আগে, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালে পেশোয়ার জালমির হয়ে খেলার সময় পাকিস্তানেই অবস্থান করছিলেন নাহিদ। একই সময় লাহোর কালান্দার্সের হয়ে খেলছিলেন রিশাদ হোসেনও। কিন্তু সীমান্ত উত্তেজনা ও ক্ষেপণাস্ত্র হামলার ফলে টুর্নামেন্টটি স্থগিত হয়ে গেলে, উভয় খেলোয়াড়কে দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়।
এ বিষয়ে ফাহিম বলেন,
“পাকিস্তানে নাহিদের অভিজ্ঞতা খুব একটা স্বস্তিদায়ক ছিল না। সম্ভবত সেই কারণেই সে সরে দাঁড়িয়েছে। তার মধ্যে মানসিক অস্থিরতা রয়েছে।”
তিনি আরও জানান,
“প্যামেন্ট ও ট্রেনারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি চান না। তবে পাকিস্তান সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে এবং বাংলাদেশের পক্ষ থেকেও একটি পর্যবেক্ষণ দল পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।”
অন্যদিকে, রিশাদ হোসেন পাকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলের স্বার্থে, যদিও তিনিও একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন পিএসএল চলাকালে।
বোলিং বিভাগ নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন ফাহিম।
“ব্যাটিং দারুণ হচ্ছে। তবে বোলিং নিয়ে এখনো কিছু কাজ করতে হবে। আশা করছি ভালো একটা সিরিজ হবে।”
উল্লেখ্য, পাকিস্তান সফরের সূচি অনুযায়ী প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ মে, এরপর ৩০ মে ও ১ জুন দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ। তিনটি ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হবে (বাংলাদেশ সময়)।
Share this content: