১৬ বছরের নিচে শিশুদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধের পথে মালয়েশিয়া, নিরাপত্তায় বড় সিদ্ধান্ত
সাইবার বুলিং, প্রতারণা ও যৌন নির্যাতন থেকে শিশুদের সুরক্ষায় নতুন আইন আসছে আগামী বছর


এবিএনএ: অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার বড় পদক্ষেপ নিতে যাচ্ছে মালয়েশিয়া। দেশটির সরকার ঘোষণা দিয়েছে, আগামী বছর থেকে ১৬ বছরের নিচে শিশুদের জন্য সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা করা হচ্ছে। লক্ষ্য—শিশুদের সাইবার বুলিং, প্রতারণা, মানসিক স্বাস্থ্য সংকট ও যৌন হয়রানির মতো ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া।
রোববার দেশটির যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল জানান, মালয়েশিয়া বর্তমানে অস্ট্রেলিয়া ও অন্যান্য উন্নত দেশের নীতি পর্যালোচনা করছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।
মন্ত্রী বলেন, “ডিজিটাল প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তা একটি বৈশ্বিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। আমরা চাই, প্রযুক্তির সুবিধা শিশুদের জন্য নিরাপদ হোক, ক্ষতির নয়।”
সামাজিক মাধ্যমের কারণে শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হওয়ার অভিযোগে টিকটক, স্ন্যাপচ্যাট, গুগল এবং মেটার মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশে আইনি জটিলতায় রয়েছে।
অস্ট্রেলিয়া আগামী মাস থেকে ১৬ বছরের নিচে সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার উদ্যোগ নিয়েছে। এছাড়া ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, ইতালি ও গ্রিস যৌথভাবে বয়স যাচাইকরণ অ্যাপ তৈরি ও পরীক্ষা করছে।
এদিকে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া গত জানুয়ারিতে সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণের কথা বললেও পরে নিয়ম কিছুটা শিথিল করে। সেখানে এখন প্রযুক্তি কোম্পানিগুলোকে কনটেন্ট ফিল্টার ও বয়স যাচাইয়ে কঠোরভাবে বাধ্য করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মালয়েশিয়ার এই পদক্ষেপ বাস্তবায়িত হলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এটি হতে পারে শিশু সুরক্ষায় প্রযুক্তিনির্ভর সবচেয়ে বড় আইনগত পরিবর্তন।




