জাতীয়লিড নিউজ

চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন খালেদা জিয়া, ফিরোজায় নেওয়া হবে সরাসরি

তারেক রহমানের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে যাত্রা, কাতারের আমিরের বিশেষ বিমানে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী

এবিএনএ:  চার মাস চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন বাংলাদেশের পথে। সোমবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ ‘এয়ার অ্যাম্বুলেন্সে’ তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন।

খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তাঁর সফরসঙ্গীরা, যাদের সঙ্গে তিনি যুক্তরাজ্যে চিকিৎসার জন্য গিয়েছিলেন। স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিট) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাঁর উড়ানটি ছাড়ে।

এই তথ্য নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানান, খালেদা জিয়া কাতারে এক ঘণ্টা যাত্রাবিরতির পর মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তাঁকে সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, খালেদা জিয়া গত ৮ জানুয়ারি রাজকীয় ব্যবস্থাপনায় লন্ডনে গিয়েছিলেন উন্নত চিকিৎসার জন্য। সে সময় তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কাতারের আমির একটি রাজকীয় বিশেষ বিমানের ব্যবস্থা করেন। সেই একই বিমানেই তিনি আবার দেশে ফিরছেন।

Share this content:

Back to top button