জাতীয়লিড নিউজ

এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন খালেদা জিয়া

চার মাস চিকিৎসার পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন, কাতারের আমির পাঠিয়েছেন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স

এবিএনএ:  চার মাস চিকিৎসা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবশেষে দেশে ফিরছেন, তবে সাধারণ যাত্রীবাহী বিমানে নয়—তিনি ফিরছেন কাতারের আমিরের বিশেষভাবে পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে।

আগামী ৫ মে, সোমবার, তিনি লন্ডন থেকে ঢাকায় পৌঁছাবেন বলে নিশ্চিত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

প্রাথমিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাধারণ ফ্লাইটে তার ফেরার পরিকল্পনা থাকলেও, শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। এখন তিনি কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন, সঙ্গে থাকবেন তার দুই পুত্রবধূও।

মির্জা ফখরুল জানান, “বিএনপি চেয়ারপারসনের আগমনে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ কাজ করছে। তাঁকে অভ্যর্থনা জানাতে সবাই প্রস্তুত।”

তাঁর আরামের জন্য এবং ট্রাফিক চাপ এড়াতে বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত রাস্তা এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য সাধারণ জনগণকে আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, গত চার মাস ধরে বেগম জিয়া যুক্তরাজ্যের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং পরবর্তীতে তারেক রহমানের বাসায় চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।

ভালো পরিবেশ, পরিবারের সান্নিধ্য এবং উন্নত চিকিৎসার ফলে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেও জানান ফখরুল। এ কারণেই তিনি দেশে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, “ম্যাডাম সোমবার কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন। তবে নির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত হয়নি।”

Back to top button