রাজনীতি

গণভোটসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিল জামায়াতসহ ৮ দল

নির্বাচনের আগে গণভোট ও জাতীয় সনদ বাস্তবায়নের আহ্বান, রাজনৈতিক হয়রানি বন্ধেরও দাবি

এবিএনএ: গণভোট আয়োজন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ পাঁচটি দফা দাবি তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে আট দলের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন।

এর আগে সকালে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জড়ো হন জামায়াতসহ অন্যান্য দলের নেতাকর্মীরা। তারা পদযাত্রা করে পল্টন মোড় পর্যন্ত যান এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তারা যমুনার উদ্দেশে পদযাত্রা শুরু করেন।

তবে মৎস্য ভবন এলাকায় পৌঁছালে পদযাত্রা পুলিশি বাধার মুখে পড়ে। পরে জামায়াত নেতাসহ আট দলের প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে যে পাঁচটি দাবি জানানো হয় তা হলো—
১. নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের নির্দেশ জারি।
২. অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক গ্রেপ্তার ও হয়রানি বন্ধ।
৩. নির্বাচনে সব দলের জন্য সমান অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা।
৪. ধর্মীয় স্বাধীনতা ও বিশ্বাসের নিরাপত্তা নিশ্চিত করা।
৫. রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পরিচালনায় কোনো বাধা না দেওয়া।

এই দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে জামায়াতের নেতৃত্বাধীন জোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button