রাজনীতি

প্রয়াত গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টু, রাজনীতির এক অধ্যায়ের অবসান

রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ রাজনীতিক মোস্তফা মহসিন মন্টু। বিভিন্ন রাজনৈতিক মহলে নেমেছে শোকের ছায়া

এবিএনএ:

রাজনৈতিক অঙ্গনের এক বিশিষ্ট ব্যক্তিত্ব, গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু আর নেই। রবিবার বিকেল ৫টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। জীবনের শেষ পর্যায়ে শারীরিক অবস্থা অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, তবে সেখানেই থেমে যায় তাঁর জীবনের পথচলা।

মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তায় তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মোস্তফা মহসিন মন্টু দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্দোলনে ভূমিকা রেখেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ে তিনি ছিলেন এক নিবেদিত প্রাণ রাজনীতিক।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, মোস্তফা মহসিন মন্টুর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি ঘটল। গণফোরাম ও জাতীয় রাজনীতিতে তাঁর অভাব দীর্ঘদিন অনুভূত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button