গোঁফওয়ালা নতুন লুকে শাকিব খান, ভক্তরা বলছেন—‘অবিকল রণবীর কাপুর!’
‘সোলজার’ সিনেমার পোস্টারে নতুন রূপে হাজির ঢালিউড সুপারস্টার শাকিব খান; গোঁফওয়ালা লুক দেখে ভক্তদের প্রশংসা ও তুলনা বলিউড তারকার সঙ্গে।


এবিএনএ: ঢালিউডের ‘কিং খান’ শাকিব খান আবারও ভক্তদের চমকে দিলেন একদম নতুন রূপে। শুক্রবার সকালে প্রকাশিত তার আসন্ন সিনেমা ‘সোলজার’–এর পোস্টারেই দেখা গেল গোঁফওয়ালা এক পরিণত ও তেজি সৈনিকের চরিত্রে তাকে।
মাত্র কয়েকদিন আগেই প্রকাশ হয়েছিল সিনেমাটির ঘোষণার সংক্ষিপ্ত ভিডিও ‘অ্যানাউন্সমেন্ট গ্লিম্পস’, যা নিয়েই তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছিল উত্তেজনা। এবার সেই উচ্ছ্বাসকে আরও উঁচুতে তুলেছেন শাকিব খান নিজেই—নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ‘সোলজার’-এর প্রথম পোস্টার শেয়ার করে লিখেছেন, “আপনার সৈনিক, আপনার সেবায় নিয়োজিত।”
পোস্টারটিতে দেখা যাচ্ছে শাকিব খানকে এক ভিন্ন রূপে—ঠোঁটের উপরে মোটা গোঁফ, চোখে তীক্ষ্ণ দৃষ্টি আর মুখে এক রহস্যময় অভিব্যক্তি। যেন যুদ্ধক্ষেত্রে নামতে প্রস্তুত এক অভিজ্ঞ যোদ্ধা!
প্রকাশের পর থেকেই শাকিবের এই নতুন লুক নিয়ে ভক্তরা তুমুল আলোচনা শুরু করেছেন। কেউ লিখছেন, “এ যেন নতুন এক শাকিব খান!”, আবার কেউ মন্তব্য করছেন, “গোঁফওয়ালা শাকিবকে একেবারে রণবীর কাপুরের মতো লাগছে!”
সোশ্যাল মিডিয়ায় এখন ‘সোলজার’ ট্রেন্ডে—ভক্তরা পোস্টার নিয়ে তৈরি করছেন মিম, রিঅ্যাকশন ভিডিও ও প্রশংসার ঝড় তুলেছেন মন্তব্যে।
সব মিলিয়ে বলা যায়, শাকিব খানের এই নতুন লুক ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তুমুল কৌতূহল সৃষ্টি করেছে। এখন শুধু অপেক্ষা—এই রণবীরসুলভ গোঁফওয়ালা রূপে ঢালিউডের এই তারকা পর্দায় কেমন ঝড় তুলবেন!




