জাতীয়

পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন সরে যাচ্ছেন, নতুন মুখ আসছে শিগগিরই

দু’এক দিনের মধ্যেই দায়িত্ব ছাড়ছেন মো. জসীম উদ্দিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছে নেতৃত্বে পরিবর্তন

এবিএনএ: 

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসছে নেতৃত্বের পরিবর্তন। চলতি সপ্তাহেই দায়িত্ব ছাড়তে যাচ্ছেন বর্তমান পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন। সরকারের পক্ষ থেকে খুব শিগগিরই ঘোষণা করা হবে তার স্থলাভিষিক্ত নতুন পররাষ্ট্রসচিবের নাম।

বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

তিনি বলেন,

“পররাষ্ট্রসচিব নিজেই কিছু কারণে এ দায়িত্ব থেকে সরে যেতে চেয়েছেন। আমরা সম্মত হয়েছি। আশা করছি তিনি দু’এক দিনের মধ্যেই দায়িত্ব হস্তান্তর করবেন।”


📌 দায়িত্ব পরিবর্তন, কিন্তু চাকরি নয়:

তৌহিদ হোসেন আরও জানান, সচিব মো. জসীম উদ্দিন চাকরি ছাড়ছেন না, বরং কেবল দায়িত্ব পরিবর্তন হচ্ছে।

“তিনি অবসর নিচ্ছেন না, কেবল দায়িত্বে রদবদল হবে,” — বলেন উপদেষ্টা।


📌 হঠাৎ এই পরিবর্তনের পেছনে কী?

উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন,

“মানুষ বিভিন্ন কারণে দায়িত্ব পালনে অসুবিধা বোধ করতে পারে। এ ধরনের সিদ্ধান্ত কখনো কখনো যৌথ আলোচনায় আসে। সব সিদ্ধান্তের পেছনে ভিন্ন মতামত ও স্বার্থ জড়িত থাকে।”


📌 বাইরের প্রভাব?

পররাষ্ট্রসচিবের এই পদে পরিবর্তনের সঙ্গে কোনও ধরনের বাইরের চাপে বিষয়টি সম্পৃক্ত কিনা—এই প্রশ্নে উপদেষ্টা সরাসরি কিছু বলেননি।
তিনি বলেন,

“একজন সিদ্ধান্ত নেন না কখনও, অনেক সময় বিভিন্ন পক্ষের মতামত ও প্রেক্ষাপটে সিদ্ধান্ত পরিবর্তিত হয়। দেখে নেওয়া যাক কী হয়।”


📌 কে হচ্ছেন নতুন পররাষ্ট্রসচিব?

নতুন পররাষ্ট্রসচিব কে হচ্ছেন, এ বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা জানান,

“এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। দু’এক দিনের মধ্যেই সরকার আনুষ্ঠানিক ঘোষণা দেবে।”

Share this content:

Back to top button