শিক্ষা

ডাকসু নির্বাচন সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা চারদিন ক্লাস-পরীক্ষা বন্ধ

৭ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ঢাবির একাডেমিক কার্যক্রম, প্রশাসনের বিজ্ঞপ্তি জারি

এবিএনএ:  আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ উপলক্ষে চারদিনের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন চলাকালীন নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে আগামী ৭ সেপ্টেম্বর (রবিবার) থেকে ১০ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নির্বাচনকেন্দ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে হল ও ক্যাম্পাস এলাকায় নির্বাচনী প্রক্রিয়ার কাজে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়োজিত থাকবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। ছয় বছর পর আবারও নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসে। শিক্ষার্থীরা নতুন নেতৃত্ব বেছে নিতে মুখিয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button