শিক্ষা

সাত কলেজের দায়িত্বে প্রশাসক এলো, ঢাকা কলেজে অধ্যক্ষ হিসেবে ফিরলেন এ কে এম ইলিয়াস

সাত কলেজ পরিচালনায় প্রশাসক হিসেবে দায়িত্ব পেতে ঢাকা কলেজে অধ্যক্ষের পদে ফেরত এ কে এম ইলিয়াস, শিক্ষার্থীদের মাঝে স্বস্তির হাওয়া

এবিএনএ: সাত সরকারি কলেজ পরিচালনার জন্য রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজে অধ্যক্ষ হিসেবে অধ্যাপক কে এম ইলিয়াসকে নিয়োগ দিয়েছে সরকার। তাকে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে মূলত সাত কলেজের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের উদ্দেশ্যে।

রবিবার (১৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তার অবসরোত্তর ছুটি সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত করে আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, তিনি অন্য কোনো সরকারি-বেসরকারি চাকরি বা ব্যবসার সঙ্গে জড়িত থাকতে পারবেন না।

এই প্রজ্ঞাপন প্রকাশের পর আন্দোলনরত সাত কলেজের শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, দাবির অংশ হিসেবে এই নিয়োগ সরকার পূরণ করেছে বলে তারা মনে করছেন।

সাত কলেজের সমন্বিত কাঠামো এবং প্রশাসনিক কার্যক্রম ঢাকার ঢাকা কলেজকে কেন্দ্র করে পরিচালনার পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি। এর অংশ হিসেবেই এই নিয়োগ বাস্তবায়ন করা হয়েছে বলে জানা যায়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, নিয়োগ সংক্রান্ত বিষয়টি তাদের মাধ্যমে হলেও পরবর্তী প্রশাসনিক কাজগুলো এখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব।

উল্লেখ্য, ঢাকা কলেজ ছাড়াও এই তালিকায় রয়েছে ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ। এই সাত কলেজে মোট শিক্ষার্থী প্রায় দুই লাখ এবং শিক্ষক সংখ্যা এক হাজারের বেশি।

এর আগে, সাত কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা সরকারের প্রতি ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল। ইডেন কলেজে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানান, দাবি না মানলে কঠোর কর্মসূচি এবং মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো আন্দোলনে যাবে।

এই প্রেক্ষাপটে প্রশাসনিক পদক্ষেপ হিসেবে অধ্যক্ষ কে এম ইলিয়াসের নিয়োগকে আন্দোলনের একটি তাৎক্ষণিক সাড়া হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল। তবে শিক্ষার্থীরা জানিয়েছে, দাবির পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন পুরোপুরি প্রত্যাহার করা হবে না।

Share this content:

Back to top button