দেশে পরিকল্পিতভাবে সংকট সৃষ্টি করা হয়েছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ও সংস্কার বাধাগ্রস্ত করতেই এই সংকট তৈরি করা হয়েছে— যা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক।


এবিএনএ: দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “বর্তমান সংকট কোনো স্বাভাবিক প্রক্রিয়ার ফল নয়; এটি সম্পূর্ণভাবে পরিকল্পিত ও উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হয়েছে।”
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “৭ নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে একটি ঐতিহাসিক প্রতিরোধের দিন। এই দিনেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের রাজনৈতিক চেহারা পাল্টে দিয়েছিলেন। আজ সেই গণতান্ত্রিক ধারাই পরিকল্পিতভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে।”
তিনি আরও অভিযোগ করেন, “বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের যে পথ, সেটিকে ইচ্ছাকৃতভাবে বন্ধ করার চেষ্টা চলছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট করে জনগণের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই সংকটের পেছনে আছে একটি সুপরিকল্পিত উদ্দেশ্য।”
বিএনপি মহাসচিব বলেন, “এখনই সময় ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার। আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে বাংলাদেশকে প্রকৃত অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ।




