চেম্বার আদালতের আদেশে স্থগিত নেই, নির্ধারিত সময়েই হবে ডাকসু নির্বাচন
হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল, ৩০ অক্টোবরের ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ


এবিএনএ: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে জটিলতা কেটে গেছে। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। ফলে আগামী ৩০ অক্টোবর নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন।
সোমবার বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নির্বাচনটি স্থগিত ঘোষণা করেছিলেন। তবে সেই আদেশের বিরুদ্ধে আপিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) চেম্বার জজ আদালত হাইকোর্টের রায় স্থগিত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
তিনি বলেন, “ডাকসু নির্বাচনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন করা হয়। চেম্বার আদালত সেই আদেশ স্থগিত করায় নির্বাচনে আর কোনো আইনি বাধা থাকছে না।”
এর ফলে দীর্ঘ প্রতীক্ষিত ডাকসু নির্বাচন নির্ধারিত তারিখেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।