ক্রিকেট মাঠে মোবাইল ফোন! টম বেইলির ‘পকেট কান্ডে’ তোলপাড় সোশ্যাল মিডিয়া
ল্যাঙ্কাশায়ারের টম বেইলির পকেট থেকে মোবাইল ফোন ছিটকে পড়ার ঘটনা নিয়ে বিতর্ক, প্রশ্ন উঠছে নিয়ম ভাঙা নিয়ে

এবিএনএ: ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে, যা হতবাক করেছে ক্রিকেটপ্রেমীদের। ল্যাঙ্কাশায়ার ও গ্লস্টারশায়ারের মধ্যকার খেলায় টম বেইলির পকেট থেকে খেলার সময় হঠাৎই পড়ে যায় একটি মোবাইল ফোন!
ঘটনাটি ঘটে ম্যাচের দ্বিতীয় দিনে, যখন ল্যাঙ্কাশায়ার ব্যাটিং করছিল। অষ্টম উইকেট পতনের পর ব্যাট করতে নামেন টেলএন্ডার টম বেইলি। রান নেওয়ার সময় তার পকেট থেকে একটি আয়তাকার বস্তু পড়ে যায়, যা পরে দেখা যায় আসলে একটি মোবাইল ফোন। ঘটনাটি সরাসরি সম্প্রচারে ধরা পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
ধারাভাষ্যকাররাও এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। একজন তো বলে ফেলেন, “এমন কিছু আগে কখনো দেখিনি!”
এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলেছেন, কীভাবে একজন খেলোয়াড় খেলার সময় পকেটে মোবাইল ফোন রাখেন? বিশেষত তখন যখন আইসিসির ও কাউন্টি চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী মাঠে মোবাইল ফোন বহন নিষিদ্ধ, যদি তা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।
৪১.৫ ধারা অনুযায়ী, খেলোয়াড়রা শুধু নির্দিষ্ট অনুমোদিত প্রযুক্তিই মাঠে ব্যবহার করতে পারবেন। যদিও এখনো জানা যায়নি বেইলি ফোনটি ব্যবহার করছিলেন কিনা, কিন্তু শুধুমাত্র তার সঙ্গে থাকা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
ইতোমধ্যেই কর্তৃপক্ষ ফোনটি মাঠ থেকে সরিয়ে নিয়েছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই ভুলের জন্য কি টম বেইলিকে শাস্তির মুখে পড়তে হবে?
উল্লেখযোগ্যভাবে, ক্রিকেট মাঠে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ঘটনা এটাই প্রথম নয়। কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ড একবার বলেছিলেন, ইংল্যান্ডের অ্যালান ল্যাম্ব একবার ভুল করে মোবাইল নিয়ে মাঠে চলে এসেছিলেন।
টম বেইলির এই ঘটনা ক্রিকেট ইতিহাসে একটি ব্যতিক্রমী অধ্যায় হয়ে থাকবে—যা স্মরণীয় হয়ে থাকবে ক্রিকেট ভক্তদের কাছে।
Share this content: