

এবিএনএ: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীরপন্থী) এবং জামায়াত ইসলামীর বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেছেন। সোমবার দুপুরে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়াম মাঠে সদর পূর্ব বিএনপির প্রতিনিধি সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
চরমোনাই পীরের নাম না নিয়ে তিনি বলেন, “পীর নন, তিনি ভণ্ড। যিনি বারবার শেখ হাসিনার ক্ষমতাকে স্থায়ী করেছেন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সহযোগিতা করে শেখ হাসিনার শাসন দীর্ঘায়িত করেছেন। পাখা প্রতীকের সেই ইসলামী আন্দোলন ছিল জাতির সঙ্গে এক চরম বেইমানি।”
তিনি আরও প্রশ্ন তোলেন, “আজ তারা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলনের কথা বলছে, কিন্তু গত ১৭ বছর কোথায় ছিল? তখন তো আমরা পাখা প্রতীক পাইনি।”
জামায়াতের সমালোচনা করে এ্যানী বলেন, “জামায়াত শুধু বিএনপির বিরুদ্ধেই নয়, জাতির বিরুদ্ধেও ষড়যন্ত্র করেছে। ১৯৮৬ ও ১৯৯৬ সালের নির্বাচনে তাদের ভূমিকা প্রমাণ করেছে, তারা কেবল আওয়ামী লীগকেই টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে। তারা আত্মস্বীকৃত জাতীয় বেইমান।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ আবার নতুন নামে, ভিন্ন ছদ্মবেশে তারা মাঠে নামতে চাইছে। কিন্তু জনগণ তাদের আর বিশ্বাস করবে না। আওয়ামী লীগের হাতের লাঠি হয়ে জনগণকে আঘাত করার রাজনীতি এবার বন্ধ করতে হবে।”
সংখ্যানুপাতিক (পিআর) ভোটের দাবিকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে এ্যানী বলেন, “ইসলামের নামে যারা দেশবিরোধী রাজনীতি করছে, তাদের মুখোশ উন্মোচন করতে হবে। কোনো চক্রান্তই সফল হবে না, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব।”
সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান হারুন এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. এমরান। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় নেতা আশরাফ উদ্দিন নিজাম, ভিপি হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান ও বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ অনেকে।