চার বিভাগে ভারী বর্ষণের আশঙ্কা, তাপমাত্রা সামান্য কমতে পারে
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে, অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে


এবিএনএ: দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি অন্যান্য বিভাগেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অব্যাহত থাকবে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সক্রিয় রয়েছে এবং মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় অবস্থায় আছে। এর প্রভাবে আগামী কয়েকদিন দেশজুড়ে বৃষ্টি চলতে পারে।
রবিবার সকাল পর্যন্ত পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনার কিছু এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
সোমবার থেকে বুধবার পর্যন্ত ধারাবাহিকভাবে দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।
তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে।