বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগে উত্তেজনা
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


এবিএনএ: রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। তিনি বলেন, “এটি সহিংসতার কারণে সৃষ্ট আগুন, তাই ঘটনাস্থলে যেতে অনুমতির প্রয়োজন রয়েছে। আমাদের টিম প্রস্তুত আছে।”
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা সাতটার পর বিক্ষোভকারীরা প্রথমে অফিসের ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। পরে কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে সাড়ে ৭টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
উল্লেখ্য, এর আগে গত ৩১ আগস্ট কাকরাইলে জাতীয় পার্টির আরেকটি কার্যালয়ে বিক্ষোভকারীরা একইভাবে হামলা ও ভাঙচুর চালিয়েছিল।