এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত লিটনের, একাদশে ফিরলেন শেখ মেহেদী ও শরিফুল, বাদ পড়লেন সোহান ও রিশাদ।


এবিএনএ: এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এই পর্বে লাল-সবুজের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শনিবার অনুষ্ঠিত ম্যাচের টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন দাস।
শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে এসেছে দুটি পরিবর্তন। জায়গা পাননি উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। পরিবর্তে দলে ফিরেছেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ও বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। অন্যদিকে শ্রীলঙ্কা অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। দলের হয়ে খেলছেন দুনিথ ভেল্লালাগে, যিনি আফগানিস্তান ম্যাচ শেষে বাবার মৃত্যুর সংবাদ পান।
টস-পরবর্তী মন্তব্যে লিটন দাস বলেন, “প্রথম রাউন্ডে দেখেছি, যে দল পরে ব্যাট করেছে তারাই জিতেছে। তাই ফিল্ডিং নেওয়াই সঠিক মনে হয়েছে। আমরা আত্মবিশ্বাসী এবং সবাই দারুণ করছে।”
শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা জানান, “টসে জিতলে আমরাও ফিল্ডিং নিতাম। তবে এখন ব্যাটিং করতে হচ্ছে। উইকেট কিছুটা ব্যবহৃত, তবে ব্যাটিংয়ের জন্য সুবিধাজনক হবে।”
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, নুয়ান থুসারা, দুনিথ ভেল্লালাগে।