বাংলাদেশ

বাগেরহাটে আসন সংকোচনের বিরুদ্ধে উত্তাল জনতা, মহাসড়ক অবরোধে অচল খুলনা-বরিশাল সড়ক

সংসদীয় আসন কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন দলের টানা কর্মসূচি; স্মারকলিপি ও সড়ক অবরোধে বাগেরহাটে উত্তেজনা

এবিএনএ:  বাগেরহাটে একটি সংসদীয় আসন কমিয়ে সংখ্যা তিনে নামিয়ে আনার সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজপথে উত্তাল হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। বিএনপি, জামায়াতে ইসলামীসহ একাধিক রাজনৈতিক সংগঠন টানা চারদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছে। সেই আন্দোলনে অংশ নিয়েছে সাধারণ মানুষও।

রবিবার (৩ আগস্ট) সকাল থেকে জেলার দশানী মোড়, ডিসি অফিস এলাকা, রামপালের ফয়লা এবং মোরেলগঞ্জের বিভিন্ন মহাসড়কে ব্যস্ত সড়কগুলো অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে আন্দোলনকারীরা। এতে খুলনা-বরিশাল এবং মোংলা-খুলনা মহাসড়কে দুই ঘণ্টার বেশি সময় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকে।

আসন পুনর্বহালের দাবিতে জেলা বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ জেলা প্রশাসক এবং জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান শেষে ডিসি অফিসের সামনেই এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব ড. শেখ ফরিদুল ইসলাম বাবলু, বিএনপির কেন্দ্রীয় নেতা ও কৃষিবিদ শামিমুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবর রহমান, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমসহ আরও অনেকে।

বক্তারা বলেন, বাগেরহাটের মতো ঐতিহাসিক ও জনবহুল জেলায় আসন কমানোর সিদ্ধান্ত জনবিরোধী। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে, নইলে আগামী ৫ আগস্ট থেকে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button