বলিউডে ফের দাম্পত্য সংকটের গুঞ্জন—এবার অভিষেক ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে ঘিরে
‘বচ্চন’ থেকে ‘রাই’ পদবিতে ফেরা, পারিবারিক দূরত্ব—নতুন করে আলোচনায় ঐশ্বরিয়া-অভিষেকের সম্পর্ক


এবিএনএ: সাম্প্রতিক সময়ে বলিউডের আকাশে ফের ডানা মেলেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের বিচ্ছেদের জল্পনা। বেশ কয়েক বছর ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে এবার এই জল্পনা আরও জোরালো হয়েছে ঐশ্বরিয়ার পদবি পরিবর্তনের ঘটনায়।
ভারতের বিভিন্ন নামী সংবাদমাধ্যম জানিয়েছে, সদ্য কিছুদিন আগে ঐশ্বরিয়া রাই নিজের নাম থেকে ‘বচ্চন’ পদবিটি সরিয়ে পুরনো ‘রাই’ পদবিতে ফিরেছেন। এই পরিবর্তন চোখে পড়তেই আবারও শুরু হয়েছে নানান কানাঘুষো। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, তিনি বর্তমানে তাঁর মায়ের বাড়িতে অবস্থান করছেন। শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণেই এই সিদ্ধান্ত।
সম্প্রতি আকাশ আম্বানি ও শ্লোকার বিবাহোৎসবে ঐশ্বরিয়াকে একা কন্যা আরাধ্যাকে সঙ্গে নিয়ে আলাদাভাবে উপস্থিত হতে দেখা যায়। অভিষেক ছিলেন না সেই অনুষ্ঠানে। এই ঘটনা আরও উস্কে দিয়েছে তাঁদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন।
ঐশ্বরিয়া এখনও এ বিষয়ে মুখ খোলেননি। তবে অভিষেক বচ্চন সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বিরক্তি প্রকাশ করে বলেন, “আমি যতই সত্যি বলি না কেন, মানুষ তাতে বিশ্বাস করবে না। কারণ, নেতিবাচক খবরেই সবাই আগ্রহী। ব্যক্তিগত বিষয়গুলো ব্যাখ্যা করেও লাভ নেই। যাঁরা আমার জীবনের অংশ নন, তাঁদের জবাব দেওয়ার কোনও প্রয়োজন মনে করি না।”
অভিষেকের এই বক্তব্যে আরও একবার স্পষ্ট, তাঁদের সম্পর্ক নিয়ে বাইরে থেকে করা জল্পনা তাঁর পছন্দ নয়। কিন্তু তাতে গুজব থেমে নেই। বরং দিন দিন তা আরও ঘনীভূত হচ্ছে।
বলা যায়, বলিউডের এই তারকা জুটির ব্যক্তিগত জীবনের জটিলতা এবার যেন সত্যিই প্রকাশ্যে আসতে চলেছে।