রাজনীতি

ঢাবি ভিপি প্রার্থী আবিদের ঘোষণা: “আমার পথচলা এখানেই থেমে নেই”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন পরিবর্তনের অঙ্গীকার করলেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।

এবিএনএ:  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান জানিয়েছেন, তাঁর রাজনৈতিক পথচলা এখানেই শেষ নয়। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচনী ইশতেহারের প্রতিটি দাবি আদায়ের জন্য ছাত্রনেতা হিসেবেই প্রশাসনের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন।

বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমি কখনো ভাবিনি এতদূর আসতে পারব। আন্দোলন-সংগ্রামের পথই আমাকে আজকের জায়গায় এনেছে। এই নির্বাচনে শুরু থেকেই নানা সমস্যার মুখোমুখি হয়েছি। তবে এখনও আশা রাখি, সব অভিযোগের সঠিক তদন্ত ও সুষ্ঠু সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে আসবে।”

আবিদ আরও বলেন, “মানুষ হিসেবে আমি হয়তো সবার প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে মাত্র ২০ দিনের প্রচারণায় আমি সর্বোচ্চ চেষ্টা করেছি প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছাতে। সবাইকে হয়তো ছুঁতে পারিনি, কিন্তু আমি আশ্বস্ত করছি—আমার যাত্রা এখানেই থেমে নেই, এটি আরও দীর্ঘ।”

তিনি অঙ্গীকার করেন, ছাত্রদলের একজন নেতা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ইতিবাচক পরিবর্তন আনতে কাজ চালিয়ে যাবেন। “আমরা রাজপথের প্রহরী হয়ে লড়াই করব এবং ইনশাআল্লাহ এর প্রতিফলন আগামী ডাকসুতে সবাই দেখতে পাবেন।”

ফেসবুক পোস্টের শেষে আবিদ লিখেছেন— “আবিদ আপনাদের কখনো ছেড়ে যাবে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button