তিন দফা দাবিতে মৎস্য ভবনের সামনে প্রকৌশল শিক্ষার্থীদের অবরোধে স্থবির রাজধানী
ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি ও উপাধি বাতিলসহ তিন দফা দাবিতে বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ


এবিএনএ: রাজধানীর ব্যস্ত সড়ক মৎস্য ভবনের সামনে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় জটলার সৃষ্টি করেন বুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা। তিন দফা দাবিতে তারা হঠাৎ সড়ক অবরোধ করে বসেন, ফলে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি ও ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার নিয়ে বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার বন্ধ করতে হবে, কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না এবং সরকারি চাকরিতে দশম গ্রেডে প্রবেশের ক্ষেত্রে কেবল স্নাতক প্রকৌশলীদের যোগ্যতা বিবেচনা করতে হবে।
বৃহস্পতিবারের এ কর্মসূচির আগে বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে মিছিল নিয়ে টিএসসি, দোয়েল চত্বর, শিক্ষা ভবন হয়ে প্রেসক্লাব ও হাইকোর্টের সামনে দিয়ে এগিয়ে যান। পরে তারা মৎস্য ভবন এলাকায় গিয়ে অবস্থান নেন।
এর আগেও শিক্ষার্থীরা গত মঙ্গলবার (২৬ আগস্ট) পাঁচ ঘণ্টা শাহবাগ অবরোধ করেন। আর বুধবার (২৭ আগস্ট) পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে রাজধানীর শাহবাগে অবস্থান নেন তারা, যার ফলে ওই এলাকা এবং আশপাশের সড়ক কয়েক ঘণ্টা বন্ধ থাকে।
আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন আরও কঠোর আকার ধারণ করবে।