

এবিএনএ: ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশের আট বিভাগীয় পরীক্ষাকেন্দ্রে ধাপে ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আবশ্যিক বিষয়ের পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে দুপুর ১টা অথবা ২টা পর্যন্ত চলবে। তিন থেকে চার ঘণ্টার এসব পরীক্ষায় সর্বোচ্চ ২০০ নম্বরের প্রশ্ন থাকবে।
২৭ নভেম্বর বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হবে আবশ্যিক পরীক্ষার সূচি। এরপর যথাক্রমে
৩০ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র,
১ ডিসেম্বর ইংরেজি,
৩ ডিসেম্বর বাংলাদেশ বিষয়াবলি,
৪ ডিসেম্বর আন্তর্জাতিক বিষয়াবলি,
৭ ডিসেম্বর গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা,
৮ ডিসেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি পরীক্ষায় বসবেন পরীক্ষার্থীরা।
১০ ডিসেম্বর থেকে শুরু হবে পদ-সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, ব্যবস্থাপনা, পদার্থবিদ্যাসহ বিভিন্ন বিষয়ে লিখিত পরীক্ষা ওইদিন থেকেই শুরু হবে।
১১, ১৫, ১৭ ও ১৮ ডিসেম্বর পর্যায়ক্রমে বিজ্ঞান, কারিগরি, কৃষি, প্রাণিসম্পদ, চিকিৎসাবিজ্ঞানসহ আরও বহু বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কিছু বিষয় কেবল ঢাকা কেন্দ্রেই নেওয়া হবে বলে জানিয়েছেন পিএসসি।
শীঘ্রই পরীক্ষার কেন্দ্র, আসন বিন্যাসসহ বিস্তারিত নির্দেশনা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট
www.bpsc.gov.bd
এবং টেলিটকের ওয়েব ঠিকানা bpsc.teletalk.com.bd-এ প্রকাশ করা হবে।
পিএসসি জানিয়েছে, প্রয়োজন হলে প্রকাশিত সময়সূচি পরিবর্তনের অধিকার কমিশন নিজেদের কাছে সংরক্ষণ করে।




