আমেরিকালিড নিউজ

আমেরিকায় গৃহযুদ্ধ হয়েছিল সমঝোতার অভাবে ট্রাম্পের চীফ অব স্টাফের মন্তব্যে বিতর্ক

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীফ অব স্টাফ জন কেলি বলেছেন, আমেরিকায় গৃহযুদ্ধ হয়েছিল সমঝোতার অভাবে। তিনি সোমবার রাতে ফক্স নিউজকে দেয়া সাক্ষাত্কারে কনফেডারেট জেনারেল রবার্ট লি কে ‘সম্মানিত ব্যক্তি’ বলেও উল্লেখ করেন।
তার এই মন্তব্যের সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সমালোচকদের মধ্যে চেলসি ক্লিনটন (বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটনের মেয়ে) ও মার্টিন লুথার কিংয়ের মেয়ে বার্নিস কিংও রয়েছেন। চেলসি ক্লিনটন বলেছেন, মিস্টার জেনারেল, দাস প্রথা নিয়ে সমঝোতার কোনো সুযোগ নেই। বার্নিস কিং বলেছেন, এটা খুবই দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক মন্তব্য।

Share this content:

Back to top button