এবিএনএ : কমেডি-নির্ভর চলচ্চিত্র সিরিজ হাউজফুল। ইতোমধ্যে এর তিনটি সিক্যুয়েল নির্মিত হয়েছে। এবার চতুর্থ সিক্যুয়েল নির্মাণ করতে যাচ্ছে এর ফ্রাঞ্চাইজিটি। আর এতে প্রধান তিনটি নারী চরিত্রে অভিনয় করবেন পরিণীতি চোপড়া, দিশা পাটানি ও কায়ারা আদভানি। সিনেমায় পরিণীতির বিপরীতে দেখা যাবে অক্ষয় কুমারকে।
‘হাউজফুল ৩’-এর মতো সাজিদ ফরহাদের লেখায় ছবিটি পরিচালনা করবেন সাজিদ খান। ২০১৯ সালে ‘হাউজফুল ৪’ মুক্তি দেওয়ার কথা রয়েছে। যথারীতি ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিওয়ালা। প্রসঙ্গত, কমেডি সিরিজ সিনেমা ‘হাউজফুল’ প্রথম মুক্তির পর তুমুল দর্শকপ্রিয়তা পাওয়ায় প্রযোজক বাধ্য হয়েই ছবিটির দ্বিতীয় সিক্যুয়াল করেন। এরপর ‘হাউজফুল ৩’ বেশ আগ্রহ নিয়ে দেখেন দর্শকরা। সে বিষয়টি মাথায় রেখেই এবার দর্শক-ভক্তদের মাতাতে আসছে ‘হাউজফুল ৪’।