এবিএনএ : সম্প্রতি নতুন সৌরজগতের সন্ধান পেয়েছে নাসা। সূর্যের পাশে যেমন পৃথিবী, বুধ, বৃহস্পতি, শনি ঘুরছে তেমনই ট্র্যাপিস্ট-১ নামে একটি অতি শীতল বামন নক্ষত্র ঘিরে সাতটি গ্রহ প্রদক্ষিণ করছে। নাসা বলছে, প্রাণের সন্ধান মিললেও মিলতে পারে এই সব গ্রহে। তা প্রমাণ করতে কাজে নেমে পড়ছে নাসা। তবে তার আগে সদ্য আবিষ্কৃত এই সাত গ্রহের নাম রাখতে চায় নাসা। আর এর জন্য সাধারণ মানুষের স্মরণাপন্ন হয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি। ইন্টারনেটভিত্তিক সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের মাধ্যমে তা সাধারণ মানুষের কাছে এ আর্জি জানিয়েছে। তাদের কাছে জানতে চাওয়া হয়েছে, এই নতুন আবিষ্কৃত গ্রহের কী নাম রাখতে চান তারা।
ইতোমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নাসার টুইট। কেউ বলছেন নতুন পৃথিবী, কেউ ভরসা রাখছেন হ্যারি পটারের কল্পকাহিনিতে, কেউ আবার নাম রেখেছেন সিনেমার নামে। নামকরণের এই হিড়িকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও এসেছে।
শেষ পর্যন্ত কোন নাম রাখা হবে আর কোন নাম রাখা হবে না, সেই উত্তর একমাত্র নাসাই দিতে পারবে। তবে নাম রাখার এই সুযোগ ছাড়ছেন না অনেকেই।
গত ২২ ফেব্রুয়ারি সৌর জগতের নিকটবর্তী একটি নক্ষত্রকে ঘিরে পৃথিবীর মতো ঘূর্ণায়মান সাতটি গ্রহ আবিষ্কারের তথ্য জানায় নাসা। এ সাতটি গ্রহ পৃথিবী থেকে ৪০ আলোকবর্ষ দূরে একটি নক্ষত্রকে ঘিরে আবর্তন করছে।
এই সাতটি গ্রহের অন্তত ৩টিতে প্রাণের অস্তিত্ব ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নক্ষত্রটির নাম দিয়েছেন ট্র্যাপিস্ট-ওয়ান। প্রথম যে দূরবীক্ষণযন্ত্র (টেলিস্কোপ) নক্ষত্রটিকে চিহ্নিত করেছে, তার নামানুসারেই এই নামকরণ।
গ্রহগুলোকে আপাতত বি, সি, ডি, ই, এফ, জি ও এইচ নামে ডাকা হচ্ছে। আর এদের জন্যই স্থায়ী নাম চেয়ে টুইটারে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে নাসা।
Share this content: