খেলাধুলালিড নিউজ

বিশ্বকাপে রুশ সুন্দরী থেকে সাবধান!

এবিএনএ : রাশিয়া বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সমর্থকদের সাবধান করে আসছিল বেশ কয়েকটি সংস্থা। এবার এস্তোলিয়ান ফরেন ইন্টিলিজিয়েন্স সার্ভিসের প্রধান মিক মারানও সতর্কবার্তা দিলেন। তিনি জানিয়ে দেন আসন্ন ফুটবল বিশ্বকাপের সাক্ষী থাকতে রাশিয়াতে গেলে প্রতিটি পদক্ষেপে সাবধান থাকতে হবে কারণ একটু অমনযোগী হলেই রুশ সুন্দরীদের পাতা ফাঁদে পড়তে হতে পারে।

ইতোমধ্যেই আসন্ন বিশ্বকাপে ইংলিশ সমর্থক এবং ফুটবলারদের জন্য মোহময়ী রূপের ফাঁদ পেতে বসে আছেন রুশ সুন্দরীরা। তাঁদের নিজেদের লক্ষ্য থেকে সরিয়ে দেয়ার জন্যই এই উদ্যোগ নিয়েছেন তাঁরা। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে মারান জানান, সমর্থকদের ও ফুটবলারদের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকা প্রয়োজন। রেস্তোরাঁ বা অন্য কোথাও অপরিচিত কারোর সঙ্গে দীর্ঘক্ষণ কথা না বলাই ভালো। কারণ অপরিচিত ব্যক্তিটি পরিচয় গোপন করে থাকা কোনও এজেন্টও হতে পারেন।

তিনি বলেন, রাশিয়ায় যারা আসবেন তাদের নিজেদের সব তথ্যই রাশিয়ান স্পেশাল সার্ভিসকে জানাতে হবে। পাশাপাশি তিনি আরও জানান, রাশিয়ায় আসা সব ফুটবলপ্রেমীকেই যে টার্গেট করা হবে এমনটা নয়। তবে উচ্চপদস্থ কর্মকর্তাদের টার্গেট করার সম্ভবনাই বেশি। প্রত্যেকের উপরই ওরা নজর রাখবে। কোথায় থাকছে, কী করছে সব কিছুই।

তবে রাশিয়ায় আসার জন্য যারা পরিকল্পনা করেছেন তাদের আশ্বস্ত করে মিক বলেছেন, রাশিয়া দারুণ দেশ। এখানে আসুন। তবে, সাবধানী হলে সফর ভালো হবে। পাশাপাশি তিনি জানান, পতিতাদের সাহায্য নিয়ে ইংল্যান্ড ফুটবলারদের নিজেদের লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারেন দুষ্কৃতকারীরা। এদিকে নাইজেরিয়ার কোচ দলের ফুটবলারদের রুমের আশেপাশে রুশ নারীদের আসতে নিষেধাজ্ঞা জারি করেছেন। ১৪ জুন থেকে শুরু হতে চলেছে ফুটবলের এই মহাযজ্ঞ। চলবে ১৫ জুলাই পর্যন্ত। রাশিয়ার ১১টি শহরে হবে এই টুর্নামেন্ট।

Share this content:

Back to top button